কুড়িগ্রামের রাজারহাটে বসতবাড়িতে ডাকাতি
_original_1736168305.jpg)
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে একদল দুর্বৃত্ত সাড়ে পাঁচ লাখ টাকাসহ সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার রাত আড়াইটা দিকে কিশামত পূনকর গ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ পাশে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, মৃত ছফর উদ্দিনের ছেলে আব্দুর রশিদ মিয়া অববসরপ্রাপ্ত সেনা সদস্য (৭০) রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে পাকা বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন রাত আড়াইটার দিকে ৭/৮ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত ওই বাড়ির দেয়াল টপকে রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
ঘরের লোকজনের গামছা দিয়ে হাত-পা বেঁধে আলমারি ও ড্রেসিংয়ের ড্রয়ার খুলে পাঁচ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকা এবং সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার বেশকিছু মালামাল নিয়ে চলে যায়। পরিবাটি আরও জানায়, গত সোমবার সকাল থেকে সারাদিন বাড়ির সবার ঘুম পাচ্ছিল।
আরও পড়ুনসম্ভবত বাড়ির খাবারে কেউ কিছু মিশিয়ে দেয়। আর রাতে ডাকাতি করে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন