ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

যশোরে এলাকাবাসীর ধাওয়ায় ট্রাক রেখে পালিয়েছে গরু চোর

যশোরে এলাকাবাসীর ধাওয়ায় ট্রাক রেখে পালিয়েছে গরু চোর

নিউজ ডেস্ক:  যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়েছে চোরেরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মাটিপুকুরিয়ার পাশের ধলদা গ্রামের নাভারণ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আনিসুর রহমানের তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়াও বিভিন্ন স্থানে বিগত দিনে গরু চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় গরুর খামারি ও মালিকদের মধ্যে আতংক বিরাজ করে। তারা নিয়মিত রাতে সজাগ থাকার চেষ্টা করেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে চোরের দল ট্রাক নিয়ে এলাকায় গরু চুরি করতে এসে মাটিপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেনের বাড়ির গোয়াল ঘরের তালা ভাঙতে শুরু করে। এসময় শব্দ শুনে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী চোরদের ধাওয়া দেয়। উপায়ন্তর না পেয়ে তারা কাঠুরিয়ার রাস্তায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। ট্রাকের কোনো নম্বর নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে শার্শা থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

মুরাদ হোসেন জানান, রাতে চোর যখন গোয়াল ঘরের তালা ভাঙছিল তখন তার ভাই খলিলুর শব্দ শুনে জানালা খুলে ৫-৬ জনকে গোয়াল ঘরের সামনে দেখে চিৎকার দিতে থাকেন। এসময় তারা ঘুম থেকে জেগে বাইরে আসতে গিয়ে দেখেন তাদের ঘরের সিটকিনি লাগিয়ে দিয়ে রেখেছে চোরেরা। পরে তারা জানালা দিয়ে পরিবারের সকলে মিলে চোর চোর বলে চিৎকার করলে আশপাশের বাড়ি থেকে অনেকে এসে চোরের দলকে ধাওয়া করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র