নরসিংদীতে ওরশ ঘিরে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় মুক্তি পাগলীর মাজারের তিন দিনব্যাপী ওরশকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন সেখানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে। ফলে সেখানে জমায়েত বা সভা-সমাবেশ করা যাবে না।
গতকাল রবিবার (৫ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধূরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাজার এলাকায় এ আদেশ বলবত থাকবে।
মাজারের আয়োজক কমিটি ও স্থানীয় ওলামায়ে কেরামগণের মধ্যে দুটি গ্রুপ তৈরি হওয়ায় আইনশৃঙ্খলার অবনতি ও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
চরআড়ালিয়া ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুক্তি পাগলীর ওরশ প্রায় ৭৫ বছর ধরে চলে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ৫, ৬ ও ৭ তারিখ ওরশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মাওলানা আনিসুর রহমান, মাওলানা ওমর মোল্লার নেতৃত্বে ওলামায়ে কেরামগণ ওরশ প্রতিহত করার ঘোষণা দেন। তাদের ঘোষণা প্রতিহত করার ডাক দেন ওরশের আয়োজক কমিটির লোকজন। এতে ওই এলাকায় দুটি গ্রুপের সৃষ্টি হয়েছে। ওরশকে ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, ১৪৪ ধারা বলবত থাকা অবস্থায় ওই এলাকায় চারজনের বেশি লোক চলাচল, মিছিল, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সব নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী এ ধারা উঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন