ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বাউফলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫

বাউফলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫

অপহরণের দুই দিন পর পটুয়াখালীর বাউফল উপজেলার ব্যবসায়ী শিবু বণিককে (৭৮) উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টায় বাউফল থানা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। 

ডাকাত দলের সদস্যরা হলেন, মো. আকবর শরীফের ছেলে মাসুদ শরীফ (২৪), মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), বাবুল প্যাদার ছেলে জাহিদ প্যাদা (২৭) ও গকুল চন্দ্র মিস্ত্রির ছেলে বিধান মিস্ত্রি (২২) এবং মো. জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ (১৬) । 

থানাসূত্রে জানা জায়,ডাকাত দল চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে নৌকা ভাড়া করে ঘটনার দিন ৩ জানুয়ারি রাত অনুমান ১০টা ২৫ ঘটিকায় শিবনন্দ রায় ওরফে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ডাকাত দল। মুহূর্তেই ডাকাতরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারী তাপস, মহেষ ও শংকর দাসের গলায় রামদা ঠেকিয়ে মুখে কসটেপ পেঁচিয়ে ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লক্ষ টাকা ও ব্যবসায়ী শিবনন্দ রায় বনিককের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতেই তাকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির কুচয়া চরের একটি পরিত্যক্ত বাসায় দুইদিন আটকে রেখে ডাকাতদল ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

আরও পড়ুন

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘আনুমানিক রাত ১টার দিকে আমরা শিবু বণিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য এ ঘটনার পর শিবু বণিককে দ্রুত উদ্ধারের দাবিতে রোববার (৪ জানুয়ারি) সকালে কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড