ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আবারও সাব্বিরের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 

আবারও সাব্বিরের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। এজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাব্বিরকে। 

আজ সিলেটে দলীয় অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে মাহমুদ নিজেই এ কথা জানান। মাহমুদ বলেন, সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কারণ দলীয় সমন্বয় আর অন্য একটি ইস্যু আছে। ঢাকার প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া সাব্বির এরপর একদিন দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। অথচ দলের কাউকে তিনি জানাননি। এই প্রসঙ্গ টেনে মাহমুদ বলেন, দলীয় অনুশীলনে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে সে অনুশীলনে আসেনি। এই ব্যাপারটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলতে পারেন। এজন্য তৃতীয় ম্যাচে তাকে খেলানো হয়নি।

এরপর সাব্বিরকে ডেকে অনুশীলন না করার কারণ জানতে চান মাহমুদ। তখন প্রধান কোচের কাছে দুঃখ প্রকাশ করেন সাব্বির। মাহমুদ বলেন, পরে সে আমাকে বলেছে, আমি দুঃখিত। আপনি রাগ কইরেন না।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে পর্যাপ্ত ইউরিয়া সার সংরক্ষণে গুদাম ঘর সংকট

ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ী আটক

থাইল্যান্ডে স্বামীকে নিয়ে অবকাশ যাপনে বিদ্যা সিনহা মিম

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের

উখিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ‍যুবক আটক

নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে?