মঙ্গলবার রাত ১০টায় ঢাকা ছাড়বেন খালেদা জিয়া : ডা. জাহিদ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডন যাবেন তিনি। বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য জানান, বেগম খালেদা জিয়াকে বহন করতে ঢাকায় আসছে কাতার এয়ার ওয়েজের একটি অ্যাম্বুলেন্স। দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুলেন্সটির। এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইট নম্বর (টাইপ: এ-৩১৯, রেজি: এ৭-এমইডি অর এসইউবি, ফ্লাইট নম্বর: এ৭-এমইডি)।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
আরও পড়ুন২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদক’র মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে ২০২০ সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। প্রতি ছয় মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765566503.jpg)
_medium_1765565724.jpg)


_medium_1765563056.jpg)

_medium_1765539802.jpg)
_medium_1765532141.jpg)