ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মায়ের সঙ্গে কারাগারে সাত মাসের শিশু

মায়ের সঙ্গে কারাগারে সাত মাসের শিশু, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : মাদককারবারি মা আছমার সাথে কারাগারে যেতে হলো মাত্র সাত মাসের শিশু সাওদা। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুরের এমন ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে পুলিশ আছমার বাড়িতে অভিযান চালায়। এ সময় আছমার স্বামী আলম পালিয়ে যায়। অভিযানে মাদকসহ আছমাকে আটক করে পুলিশ। এরপর থেকে সাওদাকে নিয়ে থানা হাজতে ছিলেন আছমা। আছমা ও তার স্বামী আলমের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সবশেষ গত আছমাকে কারাগারে পাঠানো হয়।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, মাদককারবারি আলমকে ধরতে গেলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে আলমের বসতঘর থেকে পাঁচশ’ গ্রাম গাঁজাসহ তার স্ত্রী আছমাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, আছমার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার শিশু বুকের দুধ পান করে। তাই শিশুটি মায়ের সঙ্গে থাকবে। সে জন্য মায়ের সঙ্গে শিশুকেও পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস