ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

বরগুনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিহত যুবদল নেতা নাসির

বরগুনার পাথরঘাটায় নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাসির পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী আনছার মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে দু’জন পালিয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিল, কুপিয়ে বাকিরা পালিয়ে গেলেও দু’জনকে চিনতে পেরেছেন তিনি। তারা হলেন রাব্বি ও হাসান।

 

আরও পড়ুন

এর আগ বুধবার সকালে পূর্ব শত্রুতার জেরে পাথরঘাটা নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসির মোটরসাইকেল চালক হাসানকে থাপ্পড় মারেন। ওই জের ধরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

 

পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আলমগীর বলেন, নাসির হাসানকে চড় থাপ্পড় মারলে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেই।

 

কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই মারা যায় নাসির।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অপরাধী যেই হোক না কেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কেন কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। লাশ ময়নাতদন্তে বরগুনা পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক স্থগিত, পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা তেহরানের

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি, নেতাকর্মীদের জন্য যে নির্দেশনা

লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে দিলো চেলসি

ভারতীয় পণ্য পরিবহন পাকিস্তানের সব পথ নিষিদ্ধ

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান