ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর বিষপান, হাসপাতালে মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর বিষপান, হাসপাতালে মৃত্যু। প্রতীকী ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিমু (১০) বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫ টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিমু উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই এলাকার কৃষক বাবলুর মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিমু ডুমরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর তাকে কিছুদিন হচ্ছে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে পরিবারের লোকজন। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে পরিবারের লোকজন তাদের জমিতে কাজ করছিল। বাড়িতে ছিল শুধু ওই শিশু। পরে    ৩টার দিকে পরিবারের লোকজন কাজ শেষে বাড়ি ফিরে দেখে সে বমি করছে।

তখন তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় সে বিষপান করেছে। তবে কেন পান করেছে এমন প্রশ্ন করলে সে জানায়, এমনিই। পরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আরও পড়ুন

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মাদ্রাসায় যাওয়াকে কেন্দ্র করে শিশুটি বিষপান করেছে। তবে পরিাবরের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক অন্তত ৭০

আরও ‘চার মামলায়’ চিন্ময় দাসকে শ্যোন অ্যারেস্টের আবেদন

মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা

সরকারি প্রাথমিকের শিক্ষকরা আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন

ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে আজ সুপ্রিম কোট অর্ধদিবস বন্ধ থাকবে 

ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে বন্ধ হচ্ছে স্কাইপে