ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

৪৩তম বিসিএসে নতুন করে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন

সংগৃহীত,৪৩তম বিসিএসে নতুন করে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন

৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮৯৬ জন‌ নিয়োগ পেয়েছেন। আর বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর গত ১৫ অক্টোবর এ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশাসন ক্যাডারে ২৬৭ (আগে নিয়োগ পেয়েছিল ২৯৩) জন, পুলিশ ক্যাডারে ৮৮ জন (আগে নিয়োগ পেয়েছিল ৯৬), পররাষ্ট্র ক্যাডারে ২২ (আগে নিয়োগ পেয়েছিল ২৫) জনসহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন। 

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। 

আরও পড়ুন

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধানক্ষেত থেকে যুবককে অর্ধমৃত অবস্থায় উদ্ধার

লক্ষ্মীছড়িতে বাড়ির পার্শ্ববর্তী ছড়ায় গোসলে যেয়ে সংঘবদ্ধ ধর্ষণ; গ্রেপ্তার ২

বেড়ানোর কথা বলে পাচারের চেষ্টা, ভারতীয় গ্রেপ্তার

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি

পাবনার ভাঙ্গুড়ায় মাদকসহ ব্যবসায়ী আটক

স্টেশনে বগি রেখেই চলে গেল ট্রেন