ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

শীত কমার কারণ জানাল আবহাওয়া অফিস

শীত কমার কারণ জানাল আবহাওয়া অফিস

আজ রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তিন থেকে চার দিন ধরেই তাপমাত্রা বেড়ে যাওয়ার এ প্রবণতা দেখা যায়। আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীতের অনুভূতি কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে পরশু মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে শীত আবার বাড়তে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, দেশে শীত কিছুটা কমে যাওয়ার কারণ দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়া।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, এখন দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি। আর সে কারণেই শীতের অনুভূতি কম হচ্ছে। এখনকার প্রাকৃতিক অবস্থায় দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা দরকার। কিন্তু বাস্তবে তা থাকছে বেশি করে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। আজ সকালে দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে দেখা গেছে, এসব স্টেশনের মধ্যে মাত্র পাঁচটিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বাকিগুলো এর চেয়ে বেশি। রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এখন দিনের তাপমাত্রা বেশি থাকার কারণ হিসেবে কুয়াশা কমে যাওয়া ও দীর্ঘ সুর্যকিরণের কথা বলেছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, কুয়াশা প্রায় এক সপ্তাহ ধরে অনেকটা কমে গেছে। আর এর ফলে সূর্যের প্রখরতা থাকছে দিনভর। তাতে তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস