ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে যুবদল নেতার বাড়িঘর ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে যুবদল নেতার বাড়িঘর ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে পূর্ববিরোধের জের ধরে যুবদল নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় জিসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিসান উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি কুমারখালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য রাঙ্গামাটি গ্রামের শামসুল হকের সাথে রাঙ্গামাটি গ্রামের যুবদল নেতা মুরাদ হোসেনের আগে  থেকে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় শামসুল হক ও তার লোকজন যুবদল নেতা মুরাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি করে।

এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা মুরাদ হোসেন (৪২), তার ছেলে রত্ন মিয়া (১৬) ও একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬০) আহত হন। এ ঘটনায় আহত মুরাদ হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন বাদি হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি সদস্য শামসুল হকসহ ১৮ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থল থেকে এক আসমিকে আটকের পর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা

তারেক রহমান-খালেদা জিয়ার মতো পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে

কুমিল্লায় মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ওয়ান ইলেভেনে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছিল: তুষার

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট