ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে বাসের ধাক্কা, নিহত ৫

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে বাসের ধাক্কা, নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাকা দেয়। এতে পথচারীসহ ৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলায় অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত রাজনৈতিক দলগুলো

জাতীয় দলে আরও অলরাউন্ডার চান সাইফউদ্দিন

মনোমালিন্য কাটিয়ে ক্যামেরার সামনে শুভ-সোহিনী 

কোন সিদ্ধান্ত ছাড়াই হামাস-ইসরাইলে প্রথম দফার বৈঠক শেষ

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার!

বিমানবন্দরে অঝোরে কাঁদলেন নোরা ফতেহি!