ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে শীতের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জে শীতের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগীর সংখ্যা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : দেবীগঞ্জে মৃদু শৈত্য প্রবাহ বইছে। হিম শীতল বাতাসের কারণে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা, যার অধিকাংশই শিশু। গত সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া অ্যাজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত বয়স্ক রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭ দিনে ৩৭ জন শিশু ডায়েরিয়া এবং ৩ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩ জন বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি আছেন। বহির্বিভাগে সেবা দেয়া চিকিৎসকরা জানান, প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দেড় থেকে দুইশ’ রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন।

এর মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই শিশু। যার অধিকাংশই ডায়েরিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। অন্যদিকে, চিকিৎসা নিতে আসা ৬০ থেকে ৭০ শতাংশ বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত। যেসব শিশু ও বয়স্ক রোগীদের অবস্থা ঝুঁকিপূর্ণ তাদের ভর্তি করা হচ্ছে হাসপতালে, বাকিরা চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে বাড়িতে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু নোমান বলেন, শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে জ্বর, সর্দি- কাশি, ডায়েরিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

আরও পড়ুন

বহির্বিভাগে এক বছর বয়সী মেয়েকে ডাক্তার দেখাতে এসেছেন পার্শ্ববতী ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের ফারজানা আক্তার। তিনি বলেন, আমার মেয়েটার পাঁচ দিন থেকে জ্বর-সর্দি। বাজার থেকে ওষুধ কিনে খাইয়েছি কিন্তু কমেনি। তাই আজকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে এসেছি।

এদিকে দেবীগঞ্জে দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি ফাঁকা থাকায় কিছুদিন আগেও শিশুদের ওষুধ সংকট ছিল। তবে বর্তমানে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগানদানের পর থেকে ওষুধ সংকট অনেকটাই নিরসন হয়েছে।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, শীতের তীব্রতা বাড়ায় শিশুদের মধ্যে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু শিশু হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে। আমাদের চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আটক আ.লীগ নেতা সানা

২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৩৩৭ জন

হামালা মামলায় সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার