ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘির এক বীর মুক্তিযোদ্ধার ছেলে ছয় দিনযাবৎ নিখোঁজ

বগুড়ার আদমদীঘির এক বীর মুক্তিযোদ্ধার ছেলে ছয় দিনযাবৎ নিখোঁজ। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থেকে দিনাজপুরে সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য গিয়ে ছয় দিন যাবত নিখোঁজ রয়েছেন বীর মুক্তিযোদ্ধার ছেলে নুর ইসলাম (৪৫)। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তিনি জীবিত না মৃত কিংবা কোন ছিনতাইকারীর কবলে পড়েছে কিনা এ নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন পার করছেন। নিখোঁজ নুর ইসলাম উপজেলা সদরের কশাইগাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে।

নিখোঁজ নুর ইসলামের বড় ভাই আব্দুল মজিদ জানান, নুর ইসলাম আদমদীঘিতে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি পুরাতন গাড়ি কেনাবেচা করতো। সেই জন্য দিনাজপুরে জনৈক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে সে গত বৃহস্পতিবার সকালে বেশকিছু টাকা নিয়ে আদমদীঘির কশাইগাড়ী বাড়ি থেকে দিনাজপুরের উদ্দেশ্যে বের হয়।

আরও পড়ুন

পরদিন শুক্রবার পর্যন্ত দিনাজপুর অবস্থানকালে পরিবারের সাথে মোবাইল ফোনে তার যোগাযোগও হয়। এরপর থেকে অজ্ঞাত কারণে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ছয়দিন পার হলেও তার সাথে আর কোন যোগাযোগ হয়নি। এমন কী তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ঘটনায় থানায় জানানো হলে নিখোঁজ নুর ইসলামের মোবাইল ফোনের শেষ লোকেশন ঢাকাতে পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

সংশোধন হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ

বগুড়ায় আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে মানববন্ধন

নিজের ইচ্ছার কথা জানালেন তৌসিফ

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

বগুড়ায় ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা নিয়ে ফেরার পথে এপিবিএন সদস্যসহ আটক ৬