ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

ইসমাইল হানিয়াকে হত্যার পাঁচ মাস পর স্বীকার ইসরাইলের

ইসমাইল হানিয়াকে হত্যার পাঁচ মাস পর স্বীকার ইসরাইলের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার পাঁচমাস পর স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সরায়েল কাৎজ। সোমবার এক বিবৃতিতে হানিয়াকে হত্যার হত্যার কথা স্বীকার করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন কাৎজ। তিনি বলেন,‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব.. এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব... যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’

আরও পড়ুন

নিহত হওয়ার সময় ইসমাইল হানিয়া ইরানের তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় ছিলেন। এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা রেখেছিলেন ইসরায়েলের কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে ড্রাগন চাষে সফল সুরমান আলী

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ি গ্রেফতার

মুনমুনের তিন সিনেমা মুক্তির প্রতীক্ষায়

সবজিতে স্বস্তি নেই ক্রেতাদের

পরিবেশ রক্ষায় পোস্টার ছাড়াই নির্বাচনী প্রচারণার ঘোষণা প্রার্থীর

বগুড়ায় এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন