ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

টঙ্গীর ইজতেমা ময়দান ফাঁকা

টঙ্গীর ইজতেমা ময়দান ফাঁকা , ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সংঘর্ষের পর সরকারি নির্দেশনায় ইজতেমা ময়দান ত্যাগ করেছে মাওলানা সাদ অনুসারীরা। বুধবার বিকেল ৩টা থেকে ইজতেমার ময়দান দখলে রাখা মাওলানা সাদ অনুসারীরা গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা সাদ অনুসারীরা ইজতেমার ময়দানে প্রবেশ করে ২০ ডিসেম্বর থেকে তাদের পাঁচ দিনে জোড় ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকারি সিদ্ধান্তে তারা বুধবার বিকেল থেকেই ময়দান ত্যাগ করতে থাকেন। রাত ৯টার মধ্যেই পুরো ইজতেমা ময়দান খালি করে মাওলানা সাদ অনুসারীরা ময়দান ত্যাগ করে গন্তব্যে চলে যান। ময়দান ত্যাগ করার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদ অনুসারীদের নিরাপত্তা প্রদান করে। ইজতেমা ময়দানের প্রবেশ গেটসমূহ তালাবন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। কাউকে ইজতেমা ময়দানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, মাঠ ফাঁকা হয়ে গেছে। শুধু সামিয়ানা ও বাঁশের খুঁটি সরানোর কাজ করছেন কিছু মানুষ।

 

আরও পড়ুন

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ইজতেমা ময়দান এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা বিধানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৩৫

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, সতর্ক ইসলামাবাদ

আজ মহান মে দিবস

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত