ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নাড়ুয়ামালা-ভেলুরপাড়া সড়ক সংষ্কার হচ্ছে

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নাড়ুয়ামালা-ভেলুরপাড়া সড়ক সংষ্কার হচ্ছে। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে এলজিইডি কর্তৃপক্ষ। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংষ্কারের উদ্যোগ নিয়েছে ওই দপ্তর। অচিরেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে এলজিইডি। দীর্ঘ প্রায় ৮ বছর আগে নাড়ুয়ামালা - ভেলুরপাড়া সড়কটি যানচলাচলে অনুপযোগি হয়ে পড়ে।

এমনকি রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পুরো সড়কটি খানা খন্দকে পরিনত হওয়ায় ৯ কিলোমিটার সড়ক অতিক্রম করতে পথচারীদের ৩০ মিনিটের স্থলে দেড় ঘন্টা সময় লাগে। এতে করে পথচারীরা নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌছাতে পারছেন না।

এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেতন দৈনিক করতোয়ায় প্রকাশিত হলে নড়েচড়ে বসে এলজিইডি কর্তৃপক্ষ। অবশেষে ওই ৯ কিলোমিটার সড়ক সংস্কার করতে প্রায় ১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে। অচিরেই লটারির মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে কাজ শুরু করবে এলজিইডি।

আরও পড়ুন

এ বিষয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে পরিবহনের ঝাঁকুনিতে সুস্থরা অসুস্থ হয়ে পড়ছে। এছাড়াও প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে পঙ্গুত্ব বরণ করছে পথচারীরা। এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, নাড়ুয়ামালা থেকে ভেলুরপাড়ার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার।

সড়কটি সংস্কার করতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে। খুব অচিরেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে। সড়কটি সংস্কার হলে এলাকাবাসীদের দুর্ভোগ লাঘব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

বগুড়ায় যুবদল নেতা অতুলকে কুপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা 

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় আহত আলমের মৃত্যু

২৯টি দলের অডিট রিপোর্ট জমা ইসিতে, সময় চেয়েছে ১০টি

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে চালের দাম কমেছে বস্তা প্রতি ২শ’ টাকা

সাবেক এমপি ইফতিকারের কারাগারে মৃত্যু খবরটি মিথ্যা: কারা অধিদপ্তর