ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় অবৈধভাবে নদীর মাটি কাটার দায়ে ৪ জনের ২০ দিনের কারাদন্ড

পাবনায় অবৈধভাবে নদীর মাটি কাটার দায়ে ৪ জনের ২০ দিনের কারাদন্ড, প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি : নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে আটকের পর প্রত্যেককে ২০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকা থেকে তাদের আটক ও সাজা দেওয়া হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুদ রানা (৪০), চর ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত শাহজালাল প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (৪৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ (২৫)।

পাবনার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তাদের সাজা দেন। তিনি জানান, এনএসআই পাবনার গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই চারজনকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের জেল দেওয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়। পরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ওপর দিয়ে মিসাইল পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কাতারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো

শহীদ মিনারে নেয়া হয়েছে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়