আ’লীগ এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ভারতে পালিয়েছে : মোশারফ হোসেন চৌধুরী

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র নির্বাহী সদস্য মোশারফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ভারতে পালিয়েছে। তারা দিনের ভোট রাতে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল। এদেশের মানুষ আর কোনদিন আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রিড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুনদিগদাইড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি সদস্য রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল হক টুল্লু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুছ আলী পান্নু, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ সোহান, আব্দুল মালেক, ইমাম জাহিদ রুফাদ প্রমুখ।
মন্তব্য করুন