ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পরকীয়ায় রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

পরকীয়ায় রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে পরকীয়ায় রাজি না হওয়ায় শাহনাজ আক্তার পিংকি (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একই ইউনিয়নের শ্রীরাম ভূইয়া বাড়ির গ্রামের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের বাবা বিল্লাল হোসেন জানান, সকালে আমার মেয়ে তার শ্বশুরসহ আমাদের বাড়িতে আসার সময় চৌমুহনী উত্তর বাজারে পৌর হাজীপুরে পথ রোধ করে খালেদ সাইফুল্লাহ নামে এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে আমার মেয়ে ও তার সঙ্গে থাকা শ্বশুরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আহত শ্বশুরকে আশঙ্কাজনক অবস্থায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পাঠানো হয়।

আরও পড়ুন

নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমি জানান, পিংকির মোবাইলটি নষ্ট হয়ে গেলে তার বড় ছেলের মাধ্যমে খালেদ সাইফুল্লা কাছে ঠিক করতে দিলে খালেদ সাইফুল্লাহ মোবাইল ঠিক করতে গিয়ে মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক করতে চায় এ নিয়ে তার থেকে ৫-৭ লাখ টাকা নিয়ে যায়। পরে স্বামী বিদেশে চলে গেলে আবারও এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে আজ সকালে চুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পোস্টমার্টমের জন্য। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। যদিও একজন নাম উঠে এসেছে তদন্ত স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ড সম্পর্কে জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম শ্রেণির ছাত্রীকে ২০ টুকরা করেছেন শিক্ষক!

 ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭

ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে : প্রেস সচিব

আখাউড়া দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১২০০ কেজি ইলিশ

চিজ বার্গার দিবস আজ!

৪৫ দিনের ব্যবধানে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘাত