ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুডার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন

বগুডার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন

মোকামতলা (বগুডা) প্রতিনিধি : শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ফারুক হোসেন (৪০) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ফারুক হোসেন উপজেলার মোকামতলা ইউনিয়ন আওয়ামীলীগের এক নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ও জাবারীপুর গ্রামের আবুল কালামের ছেলে।

এলাকাবাসী জানান, পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এমন সময় গ্রামের কিছু লোক পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ফারুকের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রামের কিছু লোক তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। তবে ঘটনার আধাঘন্টা পর হ্যান্ডকাপটি ওই গ্রামের  একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আসামি ফারুককে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে জোর তৎপরতা চালান হচ্ছ বলে ওসি জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি’র বর্ষসেরা আম্পায়ারের সঙ্গে বিসিবি’র চুক্তি

প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন আদিত্য

আবারও মেসির মায়ামি ছাড়ার গুঞ্জন

ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

পারিবারিক সাক্ষাৎকারে খোলামেলা নেইমার!

ট্রাম্পের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ : ল্যানসেট