ভিডিও বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

সন্তান বুকে নিয়ে মা হওয়ার খবর দিলেন রাধিকা

সন্তান বুকে নিয়ে মা হওয়ার খবর দিলেন রাধিকা,

বিনোদন ডেস্ক: ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন এই যুগল। মাসখানেক আগে অভিনেত্রী নিজের বেবি বাম্প প্রকাশ্যে এনে সকলকে চমকে দেন। এরপর আর তেমন কোনো খবর ছিল না অভিনেত্রীকে নিয়ে। 

কিন্তু সম্প্রতিই সামাজিক মাধ্যমে একটি পোস্টে চোখ আটকে যায় নেটিজেনদের! কারণ, হঠাৎ রাধিকার কোলে দেখা মেলে এক ফুটফুটে সদ্যোজাতের। যা দেখে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা।

সাধারণত তারকারা অন্তঃসত্ত্বা হলেই ঘটা করে বিভিন্ন আয়োজন করেন। কখনও সামাজিক মাধ্যমে এসে আশীর্বাদও চেয়ে নেন অনুরাগীদের কাছ থেকে। কিন্তু এবার ব্যতিক্রমী কিছু দেখা গেল রাধিকার ক্ষেত্রে। শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন রাধিকা। সেই ছবিতে দেখা যায়, বুকে সন্তান নিয়ে সামনে ল্যাপটপ রেখে কাজ করছেন অভিনেত্রী। আর তা দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন নায়িকার অনুরাগী ও সহকর্মীরা।এর আগে অন্তঃসত্ত্বা অবস্থাতেই লন্ডন চলচ্চিত্র উৎসবে যান রাধিকা। সেখানে রেড কার্পেট ওয়াকের পর দেন সাক্ষাৎকার। আবার সন্তানের জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। সে অবস্থাতেই ছবিটি তোলা হয়েছে। ছবিটির ক্যাপশনে রাধিকা লেখেন, ‘আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম।’তবে মেয়ে হয়েছে নাকি ছেলে, তা ওই পোস্টে জানাননি রাধিকা। 

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১২ সালে বেনেডিক্ট টেলরকে বিয়ের পর মুম্বাই থেকে লন্ডন আসা যাওয়ার মাঝেই আছেন রাধিকা। একদিকে ক্যারিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করছেন। তবে কখনোই রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। বিয়ের প্রসঙ্গ নিয়ে যখনই কথা উঠত, চুপ করে থাকতেন রাধিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কয়েক বছর লেগে যাবে: প্রেস সচিব

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রিসার্চ ফেস্ট অনুষ্ঠিত

থানা ব্যারাকে নারী কনস্টেবলকে পাঁচ মাস ধরে ধর্ষণ সহকর্মীর

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলে প্লটের দলিল হস্তান্তর

দীর্ঘ বিরতির পর ফিরছে কোক স্টুডিও বাংলা