ভিডিও বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

দীর্ঘ বিরতির পর ফিরছে কোক স্টুডিও বাংলা

দীর্ঘ বিরতির পর ফিরছে কোক স্টুডিও বাংলা

বিনোদন ডেস্কঃ কোক স্টুডিও বাংলা মানেই অন্যরকম এক সঙ্গীত-যাত্রা। গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা। ‘তাতি’, ‘মালো মা’র পর ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ গানটি প্রকাশ পায়। শ্রোতাদের আগ্রহ সত্ত্বেও গত এক বছরের বেশি সময় ধরে কোনো গান উপহার দেয়নি কোক স্টুডিও বাংলা।  

অবশেষে ফিরছে কোক স্টুডিও বাংলার ‘সিজন-৩’। আবারও শুরু হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে আইকনে পরিণত হওয়া কোক স্টুডিও বাংলার মিউজিক্যাল ফিউশন। আগামী ২৩ আগস্ট থেকে দেশের দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন কোক স্টুডিও বাংলার গান। 

এরইমধ্যে সিজন ৩-এর তিনটি চার্ট-টপ গান প্রকাশ পেয়েছে। সর্বশেষ গানটি ছিল ওয়ারফেজ ব্যান্ডের গান ‘অবাক ভালোবাসা’। সিজন ৩-এর নতুন ছয়টি গান আসছে। যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মান শিল্পীরা। যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, ‘আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আরও পড়ুন

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের কণ্ঠেও ঝরেছে একই সুর। নতুন গান নিয়ে তিনি বলেন, ‘এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।’ 

স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শ্রোতারা গানগুলো উপভোগ করতে পারবেন। বাংলা গান দেশের সীমানা ছাড়িয়ে আরও একবার প্রতিধ্বনিত হবে বিশ্বজুড়ে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখানেই রয়ে গেল বৈদ্যুতিক পোল

স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বগুড়ার সাতমাথায় ধাক্কাপার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া গেল এক ব্যক্তির

লক্ষ্মীপুরে মাদক কারবারির পায়ুপথে মিলল ৫ হাজার ইয়াবা

উদ্যোক্তা হলে নিজের  স্বাধীনতা থাকে - বগুড়ার জেলা প্রশাসক

বগুড়ায় শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ গ্রেফতার