ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

মায়ের গর্ভে শিশু মৃত্যুর অভিযোগ, আটক ২

মায়ের গর্ভে শিশু মৃত্যুর অভিযোগ, আটক ২

নিউজ ডেস্ক:   হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় খোয়াই জেনারেল হাসপাতালে  কর্তৃপক্ষের গাফিলতির কারণে মায়ের গর্ভে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের পরিচালক তুহিন মিয়া ও স্টাফ আরিফ আহমেদকে আটক করেছে সদর থানা পুলিশ। 
 
জানা গেছে, বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক হাফিজ খান তার স্ত্রীর সিজারের জন্য বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরের খোয়াই জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে জানায় মা ও সন্তান ভালো আছে।

রাত ৮টায় সিজারের প্রস্তুতি হিসেবে প্রসূতিকে হার্ডসল স্যালাইন ও ইনজেকশন দেন চিকিৎসক। রাত ১০টায় অপারেশন কক্ষে নেয়া রোগীকে । প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অ্যানেস্থেশিয়া মেশিনে ত্রুটি দেখা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মেশিনের ত্রুটি সমাধানের পর অপারেশন করা হবে। 

এদিকে, রোগীর অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চায়। কিন্তু খোয়াই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কোন সমস্যা হবে না। পরে রোগীকে তাদের এক নিকট আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। 

পরদিন শুক্রবার সকালে পুনরায় প্রসূতিকে খোয়াই হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষ অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে প্রসূতিকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে দেখা যায় প্রসূতির গর্ভের সন্তান মারা গেছেন। 

আরও পড়ুন

প্রসূতির স্বামী হাফিজ খানের অভিযোগ রাতে হার্ডসল স্যালাইন ও ইনজেকশন দেয়ার পর অপারেশন না করার কারণেই বাচ্চার মৃত্যু হয়েছে। পরে শুক্রবার বিকেলে শহরের অন্য একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে শিশুটির মৃতদেহ খালাস করা হয়।

হাফিজ খান বলেন, আমরা বার বার বলেছি তাদের হাসপাতালে না হলে আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তারা আমাদের বলেছিল এই হাসপাতালেই হবে। কিন্তু ১ দিন পর তারা আমাদের বলেছে অন্য হাসপাতালে নিয়ে যেতে। আর এত সময়ে আমার বাচ্চাটা মারা গিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। 

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার (ওসি) মোঃ আলমগীর কবির বলেন, ভুক্তভুগীরা থানায় এসেছেন রাত ১০টার দিকে। তারা মৌখিকভাবে বিষয়টি আমাদের অবগত করার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাসপাতালের পরিচালকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সৎ ও দক্ষ  নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে  শ্রমিক কল্যাণ ফেডারেশন --গোলাম রব্বানী

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ

ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

ঘরের মাঠে ইন্টারের সাথে  ড্র করে অপেক্ষা পাড়লো বার্সার