ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহৃত দুই ব্যাংক কর্মচারী উদ্ধার, হদিস মেলেনি ২৮ লাখ টাকার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহৃত দুই ব্যাংক কর্মচারী উদ্ধার, হদিস মেলেনি ২৮ লাখ টাকার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া ডাচ্-বাংলা এজেন্টে ব্যাংকিং এর অপহৃত কর্মচারী মেরাজ ও মামুনকে হাত-পা চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে এদের উদ্ধার করা হয়। তবে তাদের কাছে থাকা ২৮ লাখ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এই দুই কর্মচারীকে উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের দক্ষিণ পাশের রাস্তা থেকে ২৮ লাখ টাকাসহ দুবৃর্ত্তরা অপহরণ করে।

ডাচ-বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্ট মীর বাবু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার কর্মচারী মেরাজ ও মামুন একটি ব্যাগে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে উল্লাপাড়া ব্যাংক আউটলেট বুথ থেকে লাহিড়ী মোহনপুর ব্যাংক আউটলেট বুথে যাচ্ছিলেন।

সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রো থেকে ৫/৬ দুর্বৃত্ত নেমে অস্ত্রের মুখে উল্লিখিত কর্মচারী মেরাজ ও মামুনকে টাকাসহ জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশেই পড়ে থাকে। এই ঘটনার পরই বাবু উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তখনই অপহৃত দুই কর্মচারীসহ টাকা উদ্ধারে মাঠে নামে।

আরও পড়ুন

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহরণকারীদের ধরার চেষ্টা চালায়। পরে রাত ১০টার দিকে তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে হাত-পা চোখ বাঁধা অবস্থায় উল্লিখিত দুই কর্মচারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পুলিশকে জানায়,অপহরণকারীরা মাইক্রোবাসের মধ্যে তাদের মারধর করে এবং হাত-পা চোখ বেঁধে ফেলে। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে তাদেরকে ফেলে দিয়ে টাকা নিয়ে তারা পালিয়ে যায়। নিয়ামুল হক আরও জানান, পুলিশ ছিনিয়ে নেওয়া ২৮ লাখ টাকা উদ্ধার এবং অপহরণ চক্রকে শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান