ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ৩

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ৩, প্রতীকী ছবি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ বাগাতিপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।

আহতরা হলো- বাগাতিপাড়া গ্রামের জসিম উদ্দিন (৫৫), গোলাম হোসেন (৪২) ও সাইদুর রহমান (৪৫)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন জসিম উদ্দিন বলেন, আমার প্রতিবেশী আব্দুস সামাদের বাবা সোলাইমান আলীর কাছ থেকে একই গ্রামের আব্দুল জব্বার জমি কিনে নেন। সেই জমি নিয়ে দীর্ঘদিন ধরে জব্বারের সাথে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে নওগাঁ আদালতে মামলাও চলছে।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সামাদ বলেন, আমার অংশ থেকে জসিম উদ্দিন বেশি জমি দখল করে রেখেছেন। সেই সম্পত্তি বের করে নেওয়ার সময় মারধরের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২