ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাহাতের কনসার্টের টিকিট বিক্রি শুরু, সর্বোচ্চ দাম ১০ হাজার টাকা

রাহাতের কনসার্টের টিকিট বিক্রি শুরু, সর্বোচ্চ দাম ১০ হাজার টাকা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : একটি চ্যারিটি কনসার্টে পারফরম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হচ্ছে কনসার্ট। আগেই জানানো হয়েছিল, ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এই দাতব্য কনসার্টে গাইবেন রাহাত ফাতেহ আলী খান। আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে (৯ ডিসেম্বর) সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো সাড়ে চার হাজার টাকা ও জেনারেল টিকিট আড়াই হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এ কনসার্টে রাহাত ফাতেহ আলী ছাড়াও দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলা গান পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।

আরও পড়ুন

এর আগে, গত ২৯ নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কনসার্টের ঘোষণা করা হয়। জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেজ্যুলেশন’ শিরোনামে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করে। এ কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে ধর্ষণকাণ্ড, যে তথ্য দিলো র‌্যাব

জবি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

পিরিয়ডে পেট ব্যথা কমাবে এই ৪ ভেষজ চা

আমেরিকার শীর্ষ পাঁচ টি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন জবি রসায়নের শীতল

প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালিবান সরকারের স্বীকৃতি দিলো রাশিয়া

জুলাই নিয়ে গান বানাচ্ছি : তাসরিফ খান