ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

 যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি

 যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : টানা প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারও মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর তার দেশে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আরও পৌনে চার লাখ সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। রোববার (৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্যও অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলেও উল্লেখ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সৈন্য। বিবিসি অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি।

আরও পড়ুন

যদিও কিয়েভ এবং মস্কো উভয়ই নিয়মিতভাবে অপর পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করছে, কিন্তু তারা তাদের নিজেদের (হতাহতের ও ক্ষয়ক্ষতির) বিশদ বিবরণ দিতে অনিচ্ছুক। সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধে সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এ বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটিতে সম্প্রতি রুশ আক্রমণ বেশ বেড়েছে এবং এর মধ্যেই জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এলো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রান্না ঘরে পড়েছিলো বৃদ্ধার গলা কাটা মরদেহ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানালেন দুদক চেয়ারম্যান

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

খুবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার 

নিষেধাজ্ঞা চলাকালীন যাত্রীবাহী বাস থেকে ৩০ মণ সামুদ্রিক মাছ জব্দ

রাতে নিখোঁজ সকালে মাছের ঘেরে মিলল ২ মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ