বাংলাদেশের সিনেমা থেকে ঋতুপর্ণা আউট, শ্রীলেখা ইন

বিনোদন ডেস্ক : গত বছরের মাঝে ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ‘তরী’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। নানা জটিলতায় তাকে নিয়ে সিনেমার শুটিং করা সম্ভব হয়নি। মাঝে ঋতুপর্ণাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন নির্মাতা। অবশেষে তাই হলো।
‘তরী’ সিনেমা থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ নিজেই। তিনি বলেন, ‘শনিবার কলকাতায় শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করেছি। ঋতুপর্ণার স্থানে শ্রীলেখাকে যুক্ত করা হয়েছে। ফলে চরিত্রটির পরিধি আরও বাড়বে বলে আমি মনে করি। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের শুরুতে শ্রীলেখাকে নিয়ে শুটিং শুরু করবো।’
এদিকে গুঞ্জন ছড়িয়েছে, চিত্রনায়ক-সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বন্ধু হওয়ায় ঋতুপর্ণাকে বাদ দেওয়া হয়েছে। তবে বিষয়টি ঠিক এমন না বলেও জানালেন রাশিদ পলাশ। তিনি বলেন, ‘আমি চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। তাছাড়া এই সময় ঋতুপর্ণাকে নিয়ে আউটডোরে শুটিং করা সম্ভব নয়। তাই আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
মন্তব্য করুন