ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

কক্সবাজারে ৩ অস্ত্র কারবারি গ্রেফতার

কক্সবাজারে ৩ অস্ত্র কারবারি গ্রেফতার

অবৈধ অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য খালেক ও দুই সহযোগীকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করছে র‌্যাব।

আজ রবিবার (৮ ডিসেম্বর) কক্সবাজারের সদর উপজেলার দক্ষিণ ডিকপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবদুল খালেককে (২৯) গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার লোকমান হাকিমের ছেলে।

এছাড়াও একই অভিযানে তার সহযোগী মহেশখালী উপজেলার রশিদ মিয়ার পুত্র আব্দুল্লাহ আল নোমান (২৫) ও দক্ষিণ ডিকপাড়ার অছিউর রহমানের পুত্র ছুরত আলমকে ((৫৭) গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে ৬টি দেশীয় তৈরী এলজি পিস্তল এবং ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

 

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা অস্ত্র কারবারী চক্রের সদস্য। মহেশখালী থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্র এনে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ করতো এবং পরবর্তীতে এ অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী ও অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য।

গ্রেফতারকৃত খালেকের নামে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলা রয়েছে। নোমানের নামে মহেশখালী থানায় অস্ত্র, মাদক, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ছুরুত আলমের নামে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কোটি টাকা চাঁদা দাবি না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

চাঁপাইনবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গোয়ালার মৃত্যু

যুবকের জামা-জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা

ইউরোপের দেশে দেশে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বর্ণলতা

ফোন না ধরায়’ শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর