ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

জাপার সাবেক এমপি টিপু ভোট ডাকাতির মামলায় কারাগারে

জাপার সাবেক এমপি টিপু

বরিশাল-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আদালত।

আজ রবিবার (৮ ডিসেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেওয়া হয় ।

দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে তাকে আদালতে হাজির করা হয়। মামলার আসামি হিসেবে টিপু জামিনের আবেদন করলেও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর রহমান তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের হেফাজতে নিয়ে টিপুকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেছেন। আগামী ১০ ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন

সংশ্লিষ্ট মামলাটি গত ২১ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে দায়ের করেন। তিনি গোলাম কিবরিয়া টিপুকে প্রধান আসামি করে ১১ জন নামধারী এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করেছেন। মামলার অভিযোগ, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, ভোট ডাকাতি, এবং বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণের মাধ্যমে নির্বাচনে কারচুপি করা হয়। 

টিপুর আত্মসমর্পণের খবর পেয়ে বরিশাল-৩ আসনের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদালতের বাইরে বিক্ষোভ করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা

১০২ এসি-ল্যান্ড প্রত্যাহার

গাইবান্ধায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ

কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করছে না শাকিব খান

ডেঙ্গু : আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন

ছেলের বিয়ের আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার