ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনাসহ নিহত ২২

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনাসহ নিহত ২২, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি জেলায় সন্ত্রাসীদের সঙ্গে শুক্রবার (৬ ডিসেম্বর) ও শনিবার সংঘর্ষে ছয় সেনা ও ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য দিয়েছে। খবর : দ্য ডন 
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখোয়ার থল জেলায় সন্ত্রাসীদের একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী। সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় ছয়জন সেনা সর্বোচ্চ আত্মত্যাগ করে শহিদের মর্যাদা অর্জন করেছেন। তারা হলেন সেপাই নিজামুদ্দিন, নাইব সুবেদার মোহাম্মদ খালিক, হাবিলদার জাদিদ আলি ও ল্যান্স নায়েক শহীদুর রহমান, সিফাতউল্লাহ , উইলায়াত হুসেইন। ত্যাংক জেলার গুল ইমাম এলাকায় সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নয় সন্ত্রাসীকে হত্যা করেছে। ওই অভিযানে আরও ছয়জন আহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান জেলায় অন্য একটি অভিযানে ১০ জন সন্ত্রাসীকে সফলভাবে নিরস্ত্র করা হয়েছে বলে জানায় আইএসপিআর। সন্ত্রাসীদের অবশিষ্ট উপস্থিতি নির্মূল করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অঙ্গীকারবদ্ধ। আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে। সম্প্রতি পাকিস্তানে বিশেষত বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে সরকারের সঙ্গে হওয়া অস্ত্রবিরতি ভেঙে দেয়ার পর থেকে এসব হামলা আরও বেড়ে গেছে। গত নভেম্বর মাসে সন্ত্রাসী হামলা ও সংঘর্ষে অন্তত ২৪৫ জন নিহত হন, যাদের মধ্যে ৬৮ জন নিরাপত্তা কর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা

পশ্চিম তীরে সার্বভৌমত্বের প্রয়োগ দেখতে চান ইসরায়েলি মন্ত্রীরা

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

দেশব্যাপি বজ্রসহ বৃষ্টির আভাস

কুমিল্লায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা

এখনও ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ