ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জে প্রেমিককে নিয়ে দেবরকে হত্যা করেন ২ ভাবি

হবিগঞ্জে প্রেমিককে নিয়ে দেবরকে হত্যা করেন ২ ভাবি

নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে দেবর মোস্তাকিন মিয়াকে হত্যার ঘটনায় দুই ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৭ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, মোস্তাকিনের বড় ভাবি রোজিনা আক্তার (২৯) ও তাছলিমা আক্তার (২৫)। তাদের পরকীয়া প্রেমিক রায়হান উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ঘাতক রায়হান জবানবন্দিতে বলেন, তিন বছর ধরে তাছলিমা বেগম ও পরে বড় ভাবি রোজিনা বেগমের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক হয় তার। বিষয়টি জানাজানি হলে গ্রামে বিচার হয়। বিচারে রায়হানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরও রায়হান প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। ২৪ নভেম্বর রাত অনুমান ৯টার দিকে তাদের বাড়িতে যান রায়হান। প্রথমে তাছলিমা বেগমের সঙ্গে মেলামেশা করেন। পরে রোজিনা বেগমের রুমে যাওয়ার সময় মোস্তাকিন দেখে ফেলে। পরে দুই জা ও রায়হান পরিকল্পনা করে মোস্তাকিনকে হত্যা করে। তাছলিমা বেগম মোস্তাকিনের দুই পা এবং রোজিনা বেগম তার হাত ও শরীর ধরে রাখেন। এসময় রায়হান বাম হাত দিয়ে মোস্তাকিনের মুখ চেপে ধরে ডান হাত দিয়ে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। পরে রায়হান পালিয়ে যান। হত্যাকাণ্ডের পর পরিকল্পনামতে মোস্তাকিনের ভাবিরা চিৎকার করে কান্না করতে থাকেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শুক্রবার রাতে পুলিশ রোজিনা ও তাছলিমাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) তরিকুল ইসলাম বলেন, রোজিনা ও তাছলিমার সঙ্গে রায়হানের পরকীয়া প্রেমের ঘটনাটি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথে যেতে পরিকল্পনা করছে ডিপ্লোমারা: বুয়েট শিক্ষার্থীরা

গাজা সিটি দখলে ইসরাইলের চূড়ান্ত অভিযান শুরু

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত ভাঙ্গার আন্দোলনকারীদের

তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল 

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা