ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দর্শনায় ১৬ টি নকল স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গায় ১৬ নকল স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাজার থেকে ১৬টি নকল স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলের দিকে দর্শনা বাজারে একটি দোকান থেকে এগুলো উদ্ধার করা হয় ও চোরাকারবারিদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা দর্শনা রামনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিন (২৮) ও চুয়াডাঙ্গা দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের আশরাফুল হকের ছেলে সৌরভ (১৬)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দর্শনা বাজারে লিয়াকত আলী মার্কেটে আব্দুল্লাহ আল আমিন অটো নামক গ্যারেজ থেকে স্বর্ণ চোরাচালান করা হবে। খবর পেয়ে দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেলে আব্দুল্লাহ আল আমিন অটোয় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১২টি স্বর্ণের বারের মতো তৈরি করা সোনালি রং করা লোহার টুকরো, রং ছাড়া ৪টি স্বর্ণের বারের মতো তৈরি করা লোহার টুকরো, বাংলাদেশি নগদ ২ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা, বিভিন্ন নামে ৩টি ড্রাইভিং লাইসেন্স, ১টি স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলের খালি ব্যাটারি, ৩টি মোটরসাইকেলের নাম্বার প্লেট, ১টি জনতা ব্যাংকের চেক বই, ১টি আইএফআইসি ব্যাংকের চেক বই, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, ১টি ভারতীয় ব্যবহৃত সিম এবং ১টি মোটরসাইকেল জব্দ করে।

আরও পড়ুন

তিনি আরও জানান, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে : বিজিবি ডিজি

চতুর্থ দিনে শিক্ষার্থীদের কর্মসূচী ‘বাংলা ব্লকেড’

রিয়াল মাদ্রিদকে ৪-০ তে উড়িয়ে ফাইনালে পিএসজি

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ

জাতিসংঘের বিশেষ দূত আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ