ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩০ বিকাল

কুষ্টিয়া মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ডাকাতি

কুষ্টিয়া মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ডাকাতি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে গরু বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৫টি গরু লুট করে নিয়ে গেছে ডাকতরা।

গতকাল বুধবার (৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কুমারখালী উপজেলার বালুরমাঠ এলাকায় একটি গরু বোঝাই মিনি ট্রাকের গ্লাসে ইট দিয়ে আঘাত করে গাড়ীর গতি রোধ করে একদল ডাকাত। পরে তারা অস্ত্রের মুখে গরু ব্যবসায়ী এবং গাড়ীর চালককে জিম্মি করে ট্রাকে থাকা গরু লুট করে নিয়ে যায়।

পুলিশ ও গরু ব্যবসায়ী রিপনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে জয়পুর হাট থেকে ৫টি গরু নিয়ে একটি মিনি ট্রাক যোগে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। গেলো মধ্য রাতে ট্রাকটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহসড়কের কুমারখালী উপজেলার বালুর মাঠ নামক স্থানে পৌছলে কয়েকজন ডাকাত ট্রাকের সামনের গ্লাসে ইট দিয়ে আঘাত করে ট্রাকের গতি রোধ করে। পরে তারা অস্ত্রের মুখে গাড়ীতে থাকা সবাইকে জিম্মি করে গরু এবং নগদ টাকা মোবাইল লুট করে পালিয়ে যায়।

আরও পড়ুন

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারসহ লুট হওয়া গরু উদ্ধারে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ছয় বছরে কমেছে ৫ হাজার একর কৃষিজমি

তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

শুধু শাকিব খানকে নিয়ে কাজ করা চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয়: অপু বিশ্বাস

শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক

অধ্যাদেশ নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের জরুরী সংবাদ সম্মেলন

মানবাধিকার কমিশনে হবে ‘জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ’