ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভিয়েতনামে প্রশিক্ষণের সময় বজ্রপাতের জেরে বিস্ফোরণ, ১২ সেনা নিহত

ভিয়েতনামে প্রশিক্ষণের সময় বজ্রপাতের জেরে বিস্ফোরণ, ১২ সেনা নিহত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বিস্ফোরণে দেশটির ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত কারণে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।এছাড়া বিস্ফোরণের পর কয়েকজনের নিখোঁজ থাকার কথাও বলা হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভিয়েতনামে প্রশিক্ষণের সময় দৃশ্যত দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ভিয়েতনামের ১২ জন সৈন্য নিহত হয়েছেন বলে বুধবার রাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।সরকারি ভিয়েতনামের সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের ৭ম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। নিহতদের বেশিরভাগের মরদেহ পাওয়া গেছে, যদিও কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধান করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, সৈন্যদের বহন করা ডেটোনেটরগুলোতে বজ্রপাতের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “(প্রাণহানির এই ঘটনা) সামরিক ইউনিট, পরিবার, আত্মীয়স্বজন, কমরেড এবং সতীর্থদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

আরও পড়ুন

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি বলছে, এশিয়ার কমিউনিস্ট এই দেশটিতে সামরিক প্রশিক্ষণের সময় প্রাণঘাতী দুর্ঘটনার বিষয়টি বেশ বিরল।রাষ্ট্রীয় সংবাদপত্র নান ড্যানের মতে, যুদ্ধ মহড়া শুরু উপলক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার