ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নাহিদ রানা’র গতির ঝড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং ধস

নাহিদ রানা’র গতির ঝড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং ধস, ছবি: সংগৃহীত

স্পোর্টসডেস্ক: বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট। টাইগার এই পেসারের তোপে ক্রিজে দাঁড়াতেই পারিনি ক্যারিবিয়ান ব্যাটাররা। কিংস্টন টেস্টেও বাংলাদেশ চালকের আসনে বসেছে সেই সুবাদে। টাইগারদের ১৬৪ রানের বিপরীতে ক্যারিবিয়ানরা গুটিয়ে গেছে ১৪৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ১৮ রানের।  তাতে বড় এক ভূমিকা রেখেছেন নাহিদ রানা। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট তার। দিন শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে ক্যামেরার সামনে এসেছিলেন রানা। সেখানেই নিজের বোলিং নিয়ে জানিয়েছেন ভালো লাগার কথা। 

রানা বলছিলেন, ‘প্রথমে শুকরিয়া আদায় করতে চায় আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পেয়েছি এজন্য। বেশি কিছু ট্রাই করিনি জাস্ট চেষ্টা করেছি ব্যাটসম্যানকে রুম (সুযোগ) না দেওয়ার। কোন অবস্থাতে কোন ব্যাটারকে কিভাবে বোলিং করা যায় সেটা চেষ্টা করেছি।’ দলের অবস্থা নিয়ে রানার ভাষ্য, ‘অবশ্য এখন আমরা একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি টোটাল একটা ২৫০ এর উপরে যেতে পারি। চার নম্বর দিনে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে।

আরও পড়ুন

উইকেটটা একটু অন্যরকম বাউন্স থাকবে, স্পিনারদের জন্য টার্ন থাকবে। সো ভালো কিছু আমরা একটা আশা করছি।’ চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে বোলিং সহায়ক পরিস্থিতিই আসার সম্ভাবনা বেশি। এমন অবস্থায় রানার ভাবনা বেশি কিছু চেষ্টা না করে লাইন লেন্থ অনুযায়ী বল করা, ‘আমার কাছে মনে হয় এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে একটু লাইনে বোলিং করে ব্যাটসম্যান কে রুম না দিয়ে বল করলে ভালো হয়। এখানে অনেক কিছু ট্রাই না করে লাইন অনুযায়ী বোলিং করা উচিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেটিং অ্যাপ মামলায় হাজিরা দিতে ইডি দপ্তরে মিমি

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা