বগুড়ার শিবগঞ্জে মৃত গরু জবাইয়ের প্রস্তুতিকালে আটক ৩

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে মৃত গরু জবাইয়ের প্রস্তুতিকালে তিন মাংস বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, গতকাল রোববার পৌর এলাকার অর্জুনপুর ব্রিজ এলাকায় রাত ৩টার দিকে মৃত গরু অটোভ্যানযোগে নিয়ে এলে রাতে টহল পুলিশের চোখে পড়ে।
সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অটোভ্যানে মৃত গরু দেখতে পায় এবং মাংস বিক্রেতা পৌর এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের আছির উদ্দিনের ছেলে রাজা ফকির, আঁচলাই গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস ছামাদ ও রাঙ্গামাটিয়া গ্রামের মজি ফকিরের ছেলে শহিদুলকে আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনএ সময় পুলিশের উপস্থিতি দেখে তাদের সহযোগী পালিয়ে যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৪ ধারা মোতাবেক আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন