ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ভাংড়ি দোকানে আগুনে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই 

বগুড়ার আদমদীঘিতে ভাংড়ি দোকানে আগুনে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই , ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী বাজার এলাকায় এক ভাংড়ি দোকানে ভয়াবহ আগুনে ৪টি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান, প্রায় ৬ টন পুরাতন বই খাতা, পুরাতন টিন, ভাংড়ি প্লাস্টিক, অটোভ্যানের ব্যাটারি ইলেকট্রিক সামগ্রীসহ দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ভাংড়ি ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, প্রায় ছয় বছর আগে থেকে আদমদীঘি-আবাদপুকুর সড়কের পাশে কুসুম্বী পশ্চিম বাজার এলাকার একটি টিন সেড ঘর ভাড়া নিয়ে ভাংড়ির ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মত গতকাল রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

এরপর রাত দেড়টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে এসে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণ করলেও দোকান ঘরে রাখা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আফাজ উদ্দীন মন্ডল বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যে ঘেরা পোস্ট মাহিয়া মাহির

পোপ হতে চান ট্রাম্প!

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে যা জানালেন ফারুক

সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

রাজনীতিতে জাড়ানো নিয়ে যা বললেন প্রীতি জিনতা