ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনি সহিংসতা মামলায় যুবলীগ সম্পাদক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনি সহিংসতা মামলায় যুবলীগ সম্পাদক গ্রেপ্তার, প্রতীকী ছবি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় যুবলীগ সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পারঘাটা এলাকায় অবস্থিত রাজু আহমেদ মিঠুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজু আহমেদ মিঠু দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা এলাকার জলীল হাওলাদারের ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, নির্বাচনি সহিংসতার মামলায় রাজু আহমেদ মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেরি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান হয়।

এঘটনায় ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদি হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬শ’ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

যমুনার সামনে পুলিশের সতর্ক অবস্থান

আ. লীগ নিষিদ্ধের দাবিতে দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান আব্দুল হান্নান মাসউদের

'আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে' উত্তাল যমুনা

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ : আসিফ মাহমুদ

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম