ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় অবৈধভাবে কয়েল উৎপাদন করায় এসএমআর কনজুমারের জরিমানা

বগুড়ায় অবৈধভাবে কয়েল উৎপাদন করায় এসএমআর কনজুমারের জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অবৈধভাবে কয়েল উৎপাদন করে বিক্রি, বিএসটিআই’র অনুমোদন না থাকলেও বিএসটিআই’র লোগো ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে বগুড়া শহরের বিসিক’র বিপরীতে রাজাপুর রোর্ডে এসএমআর কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা টাস্কফোর্স কমিটি আজ সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করে জরিমানা করে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যরা সহায়তা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, গোপন সংবাদেরভিত্তিতে এসএমআর কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ নামে একটি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদিত প্যাকেট ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারিত করছে। প্রতিষ্ঠানের পণ্যে বিএসটিআই’র লোগো দেখা যায়। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, তাদের বিএসটিআই’র অনুমোদন নেই।

এছাড়া অনুমোদন ছাড়াই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পিএইচ নাম্বার ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা