ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কক্সবাজারে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কক্সবাজারে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কক্সবাজার শহরের কলাতলী পূর্বচন্দ্রিমা বখতিয়ার ঘোনা এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে আহত মো. সুমন ওরফে পিচ্চি সুমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন ওই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।

জানা গেছে, গত ২৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে সুমন ও তার বন্ধু ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এসময় সুমনকে ছুরিকাঘাত করে বন্ধু মোহাম্মদ ইয়াসিন।

আরও পড়ুন

এতে গুরুতর আহত হলে মো. সুমনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলেই ওইদিন রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন। ঘাতক মো. ইয়াছিনও ওই এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে আমান উল্লাহ নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২