বগুড়ার কাহালুতে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর ৩ মাসের কারাদন্ডসহ অর্থদন্ড
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে দুই মাদকসেবীর ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্তরা হলো কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মামুন (৩৫) এবং উপজেলার দামাই গ্রামের ফরিদ উদ্দিন শেখের ছেলে মো. বাবু শেখ (৩০)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই কাহালু পৌর এলাকার সারাই-বুড়ইল রাস্তায় মামুন ও বাবু শেখ মাদকদ্রব্য সেবন করার সময় ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করার পর ১ হাজার ১শ’ টাকা জরিমান করাসহ প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ। এসময় কাহালু থানা পুলিশ আদালতকে সহযোগিতা করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1764260661.jpg)
_medium_1764260375.jpg)
_medium_1764259963.jpg)
_medium_1764259668.jpg)

_medium_1764249735.jpg)
