ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:২৭ বিকাল

প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যা , স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ

প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যা , স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ

পরকীয়ার জেরে রিভারভিউ আবাসিক হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় প্রধান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট লিয়াকত আলী। সিলেটের জাফলংয়ে যুবকের খুনের ঘটনার মামলায় স্ত্রী ও পরকীয়া প্রমিকের ফাঁশি ও অপর আসামির কারাদণ্ড দিয়েছেন আদালত। ।

 

অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের রিভারভিউ আবাসিক হোটেলের নিচ থেকে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এসময় পলিয়ে যায় ওই যুবকের স্ত্রী। নিহতের নাম আল ইমরান (৩৩)। তিনি কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।

আরও পড়ুন

পরে এই যুবকের পিতা আব্দুল জব্বার বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। এই দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে আদালত মামলার রায় দিয়েছেন।

মামলার আসামি নিহতে স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯), মাহমুদুল হাসান (২২) এই তিনজনের মধ্যে দু’জনের ফাঁসি দিয়েছেন আদাতল অপর একজনের জেল দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বাস চালককে অফিসে ডেকে পেটানোর অভিযোগ সার্কেল এএসপির বিরুদ্ধে

ছয় কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস

বিসিবিকে আইসিসি: ভারতে খেলতেই হবে, নাহলে পয়েন্ট হারাতে হবে!

ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

প্রথম ধাপের ভোটে ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেলো সেনা সমর্থিত দল

মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল