ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪, ১০:৫৭ রাত

বগুড়ায় ৪শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ চারজন গ্রেপ্তার

বগুড়ায় ৪শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৪শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিলসহ চারজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া ডিবি’র একটি টিম সদরের ঘোড়াধাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (৫৫) নামে এক কারবারিকে গ্রেপ্তার করে। সিরাজুল সদরের শশীবদনী দক্ষিণপাড়ার মৃত ছমির উদ্দিনের ছেলে।

এছাড়া একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়া ডিবি’র অপর টিম সদরের পীরগাছা বাজার এলাকায় রাস্তায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ কারবারি সুজন মিয়াকে (২৭) গ্রেপ্তার করে। সে গাবতলী উপজেলার তেলকুপী পূর্বপাড়ার মৃত মাহবুবুর রহমানের ছেলে।

আরও পড়ুন

এছাড়াও ডিবি’র আরও একটি টিম একই দিন রাত সাড়ে ৯টার দিকে গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মাদ্রাসা মোড় থেকে ৩শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুই কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, গাবতলী উপজেলার তরফসরতাজ পূর্বপাড়ার মৃত কুদ্দুস সরকারের ছেলে বাবু সরকার (৪০) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ফেরদৌস রহমান ওরফে গামা (৪৫)।

ধৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় পৃথক পৃথক মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগুন গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ, ফলন নিয়ে শঙ্কা

নতুন বছরেই অভিনয়ে জান্নাতুল মনি

সিনিয়র ম্যানেজার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

সন্ত্রাসী দমনে আসছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধে মারপিটে ২ নারী আহত