ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে ৫০০ বস্তা সারসহ ২ জনকে আটক

মানিকগঞ্জে ৫০০ বস্তা সারসহ ২ জনকে আটক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় পাঁচশত বস্তা (টিএসপি) সারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে সার জব্দসহ দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানা পুলিশ।

 

আটকরা হলেন- ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে ট্রাকচালক মো. বাবুল হোসেন। অপরজন ট্রাকচালকের সহকারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে আসলাম মিয়া।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম অ্যান্ড সন্সের ডিলারের কাছে সার বিক্রি করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা।

আরও পড়ুন

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আরিচা ফেরি ঘাট এলাকায় সার বহনকারী ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে আরিচা ফেরি ঘাট পয়েন্ট থেকে ৫০০ বস্তা টিএসপি সার ও ট্রাক জব্দ করে পুলিশ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়। জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষের জালে বার্সা’র গোল উৎসব

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত 

 প্রেম নিয়ে মুখ খুললেন সাফা কবির!

সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

নয়ারের প্রথম লাল কার্ড, জার্মান কাপ থেকে বিদায় বায়ার্নের

বগুড়ার সোনাতলার সাবেক পৌর মেয়র আ’লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার