ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মজনু মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে জমির আইল থেকে অবৈধভাবে প্রতিপক্ষের গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মজনু মিয়া উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের আবুল হোসেন ফকিরের ছেলে জহুরুল ইসলাম বিপ্লবের এলাঙ্গী মৌজায় ২৬ শতক আবাদি জমির আইলে কাঠ গাছ লাগানো ছিল। ওই জমি নিয়ে জহুরুল ইসলামের সাথে মজনু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।

এ অবস্থায় ২৩ নভেম্বর সকালে ব্যবসায়ী মজনু মিয়া ওই জমির আইল থেকে ৮০ হাজার টাকা দামের ৭টি গাছ কেটে নিয়েছেন। এ ঘটনায় জহুরুল ইসলাম বাদি ২৫ নভেম্বর মজনু মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে ব্যবসায়ী মজনু মিয়া জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তবে ওই জমির আইলে গাছগুলো আমি রোপণ করেছি। এ কারণে আমি গাছগুলো কেটেছি। তারপরও আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গাছ কাটার অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে গৃহবধূ প্রতারণার শিকার, ৬ মাস ঘরছাড়া

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ধস

সরকারি দুই কর্মকর্তার বাড়ি ও সম্পদ ক্রোক

পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রক্তদহ বিল

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস