বগুড়ার গাবতলীতে পুলিশ সদস্যের হার্ট অ্যাটাকে মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী মডেল থানায় কর্মরত ৬৭৫ নম্বর পুলিশ কনস্টেবল বেলাল হোসেন (৫২) আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বগুড়া শহরে হার্ট অ্যাটাকে মারা গেছেন। জানা গেছে, গাবতলী থেকে বেলাল হোসেনসহ তিনজন পুলিশ কনস্টেবল বগুড়া শহরে অফিসের কাজে যাচ্ছিলেন।
তারা শহরের গলাপট্টি মোড়ে আসলে বেলাল হোসেন হঠাৎ রাস্তায় পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুনবেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের বাগধা গ্রামের মৃত আব্দুল হামিদ আকন্দের ছেলে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন