সিরাজগঞ্জের রায়গঞ্জে সরিষা চাষে ব্যস্ত কৃষকেরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে তেলে স্বনির্ভরতার জন্য আমন ধান কাটার সাথে সাথে সরিষা চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি আমন মৌসুমে ধান কাটার পরপরই উপজেলায় ১১ হাজার ৩শ’ হেক্টর কৃষি জমিতে সরিষা চাষ শুরু হয়েছে।
ইতোমধ্যে উৎপাদনশীল জাতের বারি সরিষা-৯, ১৪, ১৭, বিনা-৪ সরিষার বীজ বপণ শুরু হয়েছে। এতে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিসের ইউনিয়ন পর্যায়ের কৃষি অফিসাররা। উপজেলার ধামাইনগর, নলকা, ব্রহ্মগাছা, পাঙ্গাসী, ধানগড়া, ধুবিল, সোনাখাড়া, ঘুড়কা ও চান্দাইকোনা ইউনিয়নের কৃষকেরা জানান, সরিষা চাষে তুলনামূলক খরচ কম। প্রতি বিষা জমিতে সরিষা উৎপাদন হয় ৬/৭ মণ।
তাছাড়া বাজারে সরিষার দামও বেশি। গত বছরে প্রতি মণ সরিষা বিক্রি হয়েছে ৩৪শ’ থেকে ৩৫শ’ টাকা মণ। তাই সরিষা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। রায়গঞ্জ উপজেলা কৃষি-কর্মকর্তা আব্দুর রউফ জানান, তেলের স্বনির্ভরতার লক্ষ্যে উপজেলায় ১১ হাজার ৩শ’ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনপ্রায় ৯ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ শুরু হয়েছে। ইতিমধ্যে ৯ হাজার ১২০ জন কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর সরিষার বাম্পার ফলন হবে বলে আশা তাদের।
মন্তব্য করুন